সেবাকে অগ্রাধিকার দিতে হবে : বিচারপতি আব্দুর রউফ


প্রকাশিত: ১০:২৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

জনবলের অপর্যাপ্ততার কারণে দেশে সাস্থ্য সেবা সঠিকভাবে পাওয়ার সুযোগ নেই। তবে দেশেকে এগিয়ে নিতে হলে অন্ন বস্ত্রের পর স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে হবে। তাই প্রাইভেট হাসপাতালগুলোকে শুধু মুনাফার কথা চিন্তা না করে সেবার মান আগে নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি আব্দুর রউফ।

শনিবার রাজধানীর নানজিং কমিউনিটি সেন্টারে আল-রাজী ইসলামীয়া হাসপাতাল আয়োজিত বার্ষিক প্রীতি সমাবেশ ও পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচারপতি আব্দুর রউফ বলেন, দেশের এক শ্রেণীর মানুষ  উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান। তবে দেশে এ সেবা নিশ্চিত করা গেলে দেশের টাকা দেশে থাকত। পাশাপশি  চিকিৎসা সেবাও উন্নত হত। দেশ মাধ্যম আয়ের সারিতে উন্নীত হতে হলে চিকিৎসার মানে কোন উন্নয়ন হয় নি। তাই এ মান উন্নয়নের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, গবেষণার মাধ্যমে দেশীয় ওষুধের মান বাড়াতে হবে। প্রাইভেট হাসপাতালগুলোকে আগে সেবা পরে মুনাফার চিন্তা করতে হবে। মানব সেবা বড় ইবাদত। মানুষের মৃত্যুটা হচ্ছে বিবর্তনের একটি মাধ্যম।

তিনি বলেন, অনেক প্রাইভেট হাসপাতাল রয়েছে যেখানে চিকিৎসার পরিবর্তে অর্থ উপাজনই মুল বিষয়। আমি মনে করি আল-রাজি হাসপাতালের প্রকল্পকে রিসার্স সেল তৈরী করে দেশের সেবার মান উন্নত  করবে।

আল-রাজী ইসলামীয়া হাসপাতালের চেয়ারম্যান মো. কামাল হোসেন সরকারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বনশ্রী কল্যান সমিতির সভাপতি এম এ বাতেন, বনশ্রী কল্যান সমিতির সেক্রেটারি মো. নুরুল  কবির নিরু,  উত্তর সিটি কপোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মো. খোরশেদ আলম মৃধা,  ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন খাঁন, মাকসুদ হোসেন মহসিন।

এফএইচি/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।