ওবামার আশ্বাসে সন্তুষ্ট সৌদি


প্রকাশিত: ১০:১৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

মধ্যপ্রাচ্যের শান্তি ও ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ রোধে এক সঙ্গে কাজ করার ব্যাপারে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।

ওয়াশিংটনে শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি বাদশাহ সালমানকে এ ব্যাপারে আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর আল জাজিরার।
 
যুক্তরাষ্ট্রে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে আদেল আল-জুবায়ের বলেন, গত দুই মাস ধরে  ইউরোপ ও অন্যান্য জায়গায় মিত্রদের সঙ্গে আলোচনার পর এ ধরনের নিশ্চয়তায় সৌদি আরব আশ্বস্ত হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ চুক্তি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ রোধ করে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে অবদান রাখবে।
 
বৈঠকে ইয়েমেন ও সিরিয়ার যুদ্ধ এবং বিশ্বব্যাপী তেলের মূল্যহ্রাস নিয়েও আলোচনা করা হয়।

এছাড়া সহযোগিতার ভিত্তিতে সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি বিষয়েও একমত হয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।