চালক ও হেলপারদের ট্রাফিক পুলিশের কাউন্সিলিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ১৪ মে ২০১৯

সড়কে গাড়ি পার্কিং, যত্রতত্র যাত্রী উঠা-নামানো, আড়াআড়িভাবে গাড়ি রাখা ও নির্ধারিত বাস স্টপেজ ব্যবহার না করে যাত্রী উঠানো বাসের চালক ও হেলপারদের আটকের পর কাউন্সিলিং করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যে কাউন্সিলিংয়ের আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগ। বিভাগটির আওতাধীন এয়ারপোর্ট ট্রাফিক জোনের ট্রাফিক পুলিশ বক্সে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চালক ও হেলপারকে সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের সচেতনতামূলক ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) গোবিন্দ চন্দ্র পাল, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট ট্রাফিক জোন) এস এম আশিকুর রহমানসহ প্রায় ৩০ জন চালক-হেলপার উপস্থিত ছিলেন।

চালক ও হেলপারদের উদ্দেশ্যে গোবিন্দ চন্দ্র পাল বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, শুধুমাত্র বাস স্টপেজে যাত্রী উঠানামা করানো, বাস স্টপেজ ছাড়া গাড়ির দরজা না খোলা এবং মটরযান আইন সম্পর্কে চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

জেইউ/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।