ঈদের ৭ দিন আগে মহাসড়ক মেরামত সম্পন্নের নির্দেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৪ মে ২০১৯

যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের ৭ দিন আগে মহাসড়ক মেরামতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই সঙ্গে ওই সময়ে জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্টদের কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৯ মে সংশ্লিষ্ট সকল প্রকৌশলী কাছে মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব লিয়াকত আলী স্বাক্ষরিত ৩২ দফা নির্দেশনা পৌঁছে দেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ঈদে নির্বিঘ্ন যাতায়াত ও সড়ক যানজটমুক্ত রাখতে ৭ দিন আগে মহাসড়ক মেরামতের কাজ সম্পন্ন করতে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সকল সড়ক জোন ও নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদের সময় জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া এতে ঢাকার তিনটি প্রধান বাস টার্মিনালে যাতায়াত সচল রাখতে বিআরটিএ, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী সচিব লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ৩২ দফা নির্দেশনা দিয়ে সেগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।