শিশু জোবায়ের গুলিবিদ্ধের ঘটনায় মামলা


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার দেবিদ্বারে প্রতিপক্ষের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জোবায়ের আহাম্মদ (৯) নামের এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল বাদি হয়ে নূর মোহাম্মদ কিসলুর বিরুদ্ধে রাতে ওই মামলাটি দায়ের করেন।

রাত ১২টায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের বনকোট গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বনকোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে নূর মোহাম্মদ কিসলু আ. লীগ নেতা মকবুল হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু ওই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই গ্রামের শামীম আহাম্মদের ছেলে জোবায়েরের পায়ে বিদ্ধ হলে সে মারাত্মকভাবে আহত হয়।

Comilla

এ ব্যাপারে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, বিকেলে কুমেক হাসপাতালে ওই শিশুর পায়ে সফল অস্ত্রপচার হয়েছে। সে ভালো আছে। অভিযুক্ত  কিসলুকে আটক ও তার অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুলিশের একাধিক দল মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, গুলিবিদ্ধ শিশু জোবায়েরের চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা ও পুলিশের পক্ষ থেকে ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পুুলিশ সুপার (সদর দপ্তর) তানভীর সালেহীন ইমন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিনসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শিশুটিকে দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।