রমজানে বিশেষ নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১২ মে ২০১৯

পবিত্র রমজানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএসপি)। এছাড়া নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আন্তরিক সহযোগিতা কামনা করছে সংস্থাটি।

পবিত্র রমজান মাসে ব্যক্তি ও সম্পদের নিরাপত্তায় নিম্নলিখিত পরামর্শ মেনে চলতে বলা হয়েছে।

পবিত্র রমজান মাসে বিশেষ নিরাপত্তা পরামর্শ

১. রমজান উপলক্ষে বাসা/বাড়িতে গৃহকর্মী নিযুক্ত করলে তাদের প্রতি বিশেষ নজর রাখুন। তাদের ছবি ও জীবন বৃত্তান্ত নিকটস্থ থানায় জমা দিন।

২. সেহরিতে ঘুম থেকে জাগানোর অজুহাতে অপরিচিত/দুস্কৃতিকারী কেউ যেন বাসায় প্রবেশ না করে তা নিশ্চিত করুন।

৩. ফুটপাতে এবং উন্মক্ত হোটেলে ইফতার করা পরিহার করুন।

৪. অপরিচিত ব্যক্তি কর্তৃক প্রদত্ত খাদ্য গ্রহণে সতর্ক থাকুন।

৫. বাসার বাইরে ডাব কিংবা বোতলজাত পানীয় পান করার ক্ষেত্রে সতর্ক থাকুন। কারণ অপরাধীরা এ সকল পানীয়তে ঘুমের কিংবা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে আপনাকে বিপদগ্রস্ত করতে পারে।

৬. শেষরাতে খাদ্য গরম করার উদ্দেশে গ্যাস চুলা জ্বালিয়ে রাখবেন না। এতে রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

৭. কর্মস্থল থেকে বাসায় ফেরার জন্য তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে উঠবেন না।

৮. আপনার এলাকার সংশ্লিষ্ট পুলিশ এবং অন্যান্য জরুরি সেবাপ্রদানকারী সংস্থার ফোন নম্বর সংরক্ষণ করুন এবং প্রয়োজনে দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন।

জরুরি প্রয়োজনে

কন্ট্রোলরুমের নম্বরসমূহ নিম্নরূপ
ফোন : ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩–৩৯৮৩১১

জাতীয় জরুরি সেবা : ৯৯৯

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।