বরিশালে ডিজিটাল মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সারাদেশে ইন্টারনেট ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার প্রসারে ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ এ স্লোগান নিয়ে শনিবার থেকে বরিশালে শুরু হতে যাচ্ছে ‘ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫’। বিকেল ৪টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবারের মতো বরিশালে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গ্রামীণ ফোনের যৌথ আয়োজনে সারাদেশের ন্যায় বরিশাল উপজেলা পরিষদে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু।
মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বরিশাল সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান জানান, মেলা আয়োজনের সব প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মেলার মাধ্যমে একটি নতুন ধারণায় প্রবেশ করবে।
মেলার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, এ মেলা থেকে জানার অনেক কিছু আছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কর্ণার, সরকারি সেবা বিষয়ক সেবা কর্ণার, অনলাইন নিউজ পোর্টাল বিষয়ে জানতে অনলাইন নিউজ কর্ণার, আইটি বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আইটি কর্ণার এবং ইউডিসির জন্য তথ্য কর্ণারসহ ২০টি স্টল থেকে মেলায় আগতরা ইন্টারনেট সম্পর্কে ধারনা লাভ করতে পারবেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টল সকলের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১১ অক্টোবর এ মেলা শেষ হবে বলেও জানান তিনি।
সাইফ আমীন/আরএস