ওমরাহ যাত্রীর সংখ্যা দুই লাখ ছাড়াবে!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১১ মে ২০১৯

চলতি বছর সৌদি আরবে পবিত্র ওমরাহ হজ পালনেচ্ছু বাংলাদেশি যাত্রীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাবে! গত বছর ওমরাহ যাত্রীর সংখ্যা এক লাখের কম থাকলেও চলতি বছরের ১ জানুয়ারি থেকে গত ৮ মে পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৫০৮ জন ভিসা পেয়েছেন।

রোববার জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানান, গত বছর পর্যন্ত সৌদি আরব কর্তৃপক্ষ বছরের সুনির্দিষ্ট একটি সময়ে ৬/৭ মাস ওমরাহ ভিসা ইস্যু করতো। কিন্তু চলতি বছর থেকে তারা সারাবছরই ওমরাহ ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পবিত্র ভূমি মক্কায় ওমরাহ হজ পালনেচ্ছু যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এয়ারলাইন্সে টিকেট সঙ্কট দেখা দিয়েছে। দ্বিগুণ ভাড়া গুনেও টিকেট পাওয়া যাচ্ছে না। টিকেট সঙ্কটের কারণে শুধু ওমরাহ হজযাত্রীরাই নন, মধ্যপ্রাচ্যগামী অভিবাসীরাও চরম বিপাকে পড়েছেন।

এ প্রসঙ্গে হাব সভাপতি বলেন, ‘এয়ারলাইন্সের এ টিকেট সঙ্কট সাময়িক নয়, এ সমস্যা চলতেই থাকবে। এ কারণে টিকেট সমস্যার সমাধানে সরকারের আশু হস্তক্ষেপ জরুরি।’

তিনি বলেন, ‘ঢাকা-জেদ্দা-ঢাকা রুট লাভজনক। তাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সব রুট অলাভজনক কিংবা কম লাভজনক সে সব রুটের বিমানকে এ রুটে পরিচালনার উদ্যোগ গ্রহণ করা উচিত।’

এমইউ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।