সন্ত্রাস নির্মূল কমিটির নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৩
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সন্ত্রাস নির্মূল কমিটির আহ্বায়ক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক (৩৭) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের নুরুল ইসলাম, আবদুল মান্নান ও করিম কেরানী।
এর আগে বুধবার রাতে নিহত ওমর ফারুকের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৯ জনের নাম উল্লেখ ও আরো ২০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল বাশার জানান, ফারুক হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পাশের মোস্তফার দোকানে ওমর ফারুককে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। নিহতের এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর একই স্থানে ফারুককে স্থানীয় জিসান বাহিনীর সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে।
কাজল কায়েস/এআরএ/পিআর