যুদ্ধাপরাধ মামলা : আসামি আমজাদ আলীর মৃত্যু
মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি হাজী আমজাদ আলী (৯০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। শুক্রবার বিকেল ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের হৃদরোগ বিভাগের মেডিকেল অফিসার ওয়াহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আমজাদ আলী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের ফজর আলীর ছেলে। তার হাজতি নম্বর-২৪৭২৮/১৫।
গত ১২ আগস্ট ময়মনসিংহ থেকে পুলিশভ্যানে করে ঢাকা নিয়ে আসার সময় গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন আমজাদ আলী। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ২৬ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর পরদিন তাকে আবারো ঢামেকে ভর্তি করা হয়।
নিহতের নাতি মোশাররফ হোসেন জানান, ১০ আগস্ট ফুলবাড়িয়া থানা পুলিশ তার দাদাকে বাসা থেকে আটক করে নিয়ে যায়। পরদিন তাকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এএইচ/পিআর