অবশেষে ঢাকায় ফিরেছে ইউএস-বাংলার বিমানটি
সৈয়দপুরের রানওয়ে থেকে ছিটকে পড়া ইউএস-বাংলার ড্যাস-৮-কিউ ৪০০ বিমানটি ঢাকায় ফিরে এসেছে। শুক্রবার বিকেল ৩ টায় শাহজালাল বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে বিমানটি অবতরণ করে বলে জানিয়েছেন ইউএস-বাংলার হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. শেখ শাদী শিশির।
শেখ শাদী শিশির জানান, শুক্রবার সকাল ৮টার দিকে ইউএস বাংলার বিমানটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় ঘাসের সঙ্গে সামনের চাকা স্লিপ খেয়ে রানওয়ে থেকে খানিকটা ছিটকে পড়ে। এতে বিমানের সামনের একটি চাকা সামান্য ক্ষতি হলেও এর যাত্রী এবং ক্রুরা অক্ষত ছিলো। পরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে দুই প্রকৌশলীকে সৈয়দপুর পাঠানো হয়। তারা সেনাবাহিনী ও বিমানবন্দর ফায়ার ব্রিগেডের সহায়তায় বিমানটি উদ্ধার ও মেরামত করা হয়। উদ্ধার কাজের সুবিধার্থে এয়ারপোর্টে ৩ ঘণ্টা বিমান উঠানামা বন্ধ ছিল।
আরএম/এএইচ/পিআর