সোয়ারীঘাটে ২০ টন জাটকা জব্দ, ৯ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১০ মে ২০১৯
ফাইল ছবি

সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা মাছ সংরক্ষণ ও বিক্রি করার অভিযোগে রাজধানীর সোয়ারীঘাটে ৯ জনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মৎস্য অধিদফতর ও র‌্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০ টন জাটকা মাছ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যে কোনো মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু জেলে ও ব্যবসায়ীরা জাটকা মাছ ধরে সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।

সোয়ারীঘাটে মাছের আড়তে অভিযানকালে ২০ টন জাটকা মাছ জব্দ করা হয়। জাটকা সংরক্ষণ করে বিক্রির দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় ঢাকা জেলা মৎস্য অফিসার সৈয়দ মো. আলমগীর ও র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।