তুরাগ নদীতে নৌকা বাইচ


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদীতে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

নৌকা বাইচ দেখতে দূর-দুরান্ত থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধাসহ হাজার হাজার মানুষ ছুটে আসেন। নৌকা বাইচ উপভোগ করতে নৌপথে ইঞ্জিন চালিত নৌকাযোগেও ছুটে এসেছেন অনেক মানুষ।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদীতে নৌকা বাইচে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলা থেকে ছুটে আসে ছোট বড় ২০-২৫টি নৌকা। প্রায় দেড় কিলোমিটার দূরপাল্লা অতিক্রম করতে হয় নৌকা বাইচ প্রতিযোগিদের। প্রতিযোগি বড় নৌকার মধ্যে রয়েছে, মায়ের দোয়া, নিউ বাংলার বাঘ, পিরোজালী একতা সংঘ, নিউ মায়ের দোয়া, নিউ লোকমানম, সোনার তরীসহ ছোট বড় অনেক প্রতিযোগি নৌকা।
 
স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন, আব্দুল সামাদ মিয়া, নূূর মোহাম্মদ প্রমুখ।

চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে ছিল একটি মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার রঙ্গিন টেলিভিশন এবং প্রত্যেকের জন্য ছিল সান্তনা পুরষ্কার।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাজার তরী, দ্বিতীয় হয়েছে নিউ বাংলার বাঘ, তৃতীয় হয়েছে মায়ের দোয়া।

আমিনুল ইসলাম/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।