কুমিল্লায় কাজী জাফরের কুলখানি অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের কুলখানি শুক্রবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ি এবং সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টিএ হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কুলখানি ও স্মরণ সভায় বক্তব্য রাখেন, প্রয়াত কাজী জাফরের স্ত্রী মমতাজ বেগম, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মনিরুল হক চৌধুরী। বিএনপি নেতা মোস্তফা মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ আমান, শাহজাহান মজুমদারসহ স্থানীয় ২০ দলীয় জোট ও উপজেলা বিএনপি, ঐক্যসংহতির নেতৃবৃন্দ। এর আগে প্রয়াত কাজী জাফর আহমদের গ্রামের বাড়ি চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার দিনব্যাপী খতমে কুরআন ও মিলাদ-মাহফিল, দোয়া ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী রফিকুল হক হাফিজ, সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, আহসান হাবিব লিংকন, জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এস.এম শামীম, সাংবাদিক-লেখক কাজী সিরাজ, আক্তার ইউসুফ, কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ ২০ দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।