যাকাতের টাকা আত্মসাত : নারায়ণগঞ্জ ইফায় দুদকের অভিযান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৯ মে ২০১৯

যাকাত ফান্ড এবং মসজিদের ইমামদের কাছ থেকে প্রাপ্ত টাকা আত্মসাতের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নারায়ণগঞ্জ অফিসে অভিযান চালিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার যাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাৎ করেছেন। এর পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা- ২ এর একটি এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার এ অভিযান চালায়।

দুদক টিম সরেজমিন অভিযানের তথ্যা পর্যালোচনায় জানতে পারে, উল্লেখিত সহকারী পরিচালক যাকাত ফান্ড, জেলার প্রায় ১৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদক। টিম উল্লেখিত অফিসে গিয়ে সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে এবং বেশ কিছু পাসপোর্ট নির্ধারিত সময়ে সরবরাহ না করে হয়রানি করা হচ্ছে মর্মে তথ্য পায়।

এ অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক আফজাউল আলমের কাছে জানতে চাইলে তিনি ওমরাহ্ মৌসুমে পাসপোর্ট প্রিন্টিংয়ের চাপ থাকায় নির্ধারিত সময়ে পাসপোর্ট প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানান। দুদক টিম সেবা প্রদানে অধিকতর সচেতন হওয়ার জন্য সহকারী পরিচালককে অনুরোধ করে।

উপস্থিত সেবাপ্রার্থীরা দুদকের এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিমের পক্ষ থেকে পাসপোর্ট নিয়ে হয়রানি সংক্রান্ত যেকোনো অভিযোগ দুদক হটলাইনে জানানোর পরামর্শ দেয়া হয়।

অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার একটি পুকুরে জলমহালের কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালায় দুদক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর-এর একটি এনফোর্সমেন্ট টিম। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ঠাকুরগাঁও সদর উপজেলার বরুড়া ইউনিয়ন পরিষদে অবস্থিত একটি পুকুরে প্রথম দুই দরদাতাকে অনিয়মতান্ত্রিকভাবে উপেক্ষা করে তৃতীয় সর্বোচ্চ দরদাতাকে কার্যাদেশ প্রদান করা হয়েছে। দুদক টিম এ অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে এবং ওই দরপত্র সংক্রান্ত সামগ্রিক তথ্য সংগ্রহ করে। সব তথ্যাবলি পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এমইউ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।