সৌদিতে আরো তিন হজযাত্রীর মৃত্যু


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

সৌদি আরবের মক্কা ও মদিনায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। নিহতদের নাম মো. আব্দুল জলিল (৮৭)। পাসপোর্ট নম্বর-বিই০৫৪৫৫৫৮। মো. সোহেল আহমেদ (৩৬), পাসপোর্ট নম্বর-এএফ১৬৪৩৯১৫ এবং বাহারুল ইসলাম (৬৯), পাসপোর্ট নম্বর-এই২৮৬৮২৬৪।

আব্দুল জলিল বৃহস্পতিবার রাত ৪টায় মদিনার একটি হোটেলে অসুস্থ্য হয়ে মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানাধীন আটকাপাড়া এলাকায়।

মো. সোহেল আহমেদ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় মদিনার একটি রাস্তায় চলার সময় অসুস্থ্যতা বোধ করেন। পরে তাকে পাশ্ববর্তী আল সা’দ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। সোহেল আহমেদের বাড়ি কুমিল্লা সদর আদর্শনগরে।  

বাহারুল ইসলাম মারা যান মদিনায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায়  তিনিও বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বাড়ি রাজধানীর রমনা থানাধীন পেয়ারাবাগ এলাকায়।

সরকারী সূত্র জানিয়েছে, এ পর্যন্ত হজ পালন করতে গিয়ে ১৬  জনের মৃত্যু হয়েছে।  

আরএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।