অপরাধ দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দু’দেশের পুলিশের মধ্যে ‘আন্তঃদেশীয় অপরাধ দমন’ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
 
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের কমিশনার অ্যান্ড্রু কলভিন নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
শুক্রবার দুপুরে বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, এ স্মারকের ফলে উভয় দেশের পুলিশের সহযোগিতা বৃদ্ধি এবং এ অঞ্চলের অপরাধ দমন ও নিরাপত্তার ক্ষেত্র সম্প্রসারিত হবে।
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পুলিশ প্রধান বলেন, সন্ত্রাস, অবৈধ মাদক, চোরাচালান, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার, পাইরেসি, মানব পাচার, জল দস্যুতার মতো অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে দুই দেশের পুলিশ।
 
উভয় দেশের পুলিশের কারিগরি সামর্থ্য বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সমন্বয় এ অঞ্চলে সন্ত্রাস এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
 
তিনি বলেন, এ স্মারক স্বাক্ষরের মাধ্যমে সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে সহযোগিতার এক নব দিগন্তের সূচনা হল।
 
আইজিপি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে উভয় দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ, কারিগরি ও ফরেনসিক সক্ষমতা এবং সহযোগিতা আরো বাড়বে।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।