মাশরাফিকে নিয়ে ফেসবুকে কটূক্তি : নারী চিকিৎসককে নোটিশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪২ পিএম, ০৭ মে ২০১৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট দেয়ায় এক নারী চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

ওই চিকিৎসকের নাম ডা. মৌমিতা জলিল জু‌লি। তিনি নওগাঁ জেলা হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তিনি গত ২৮ এপ্রিল ফেসবুকে লিখেন ‘কুত্তার বাচ্চা মাশরাফি এমপি হওয়ায় পাছায় তেল জমছে।’

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার্সোনাল-১ অধিশাখার উপসচিব শামীমা নাসরিন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, যেহেতু আপনার আচরণ একজন সরকারি কর্মকর্তার জন্য মানানসই নয় এবং অশোভনীয় আচরণ এবং সরকারি কর্মচারী আচরণ বিধিমালার (শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮) ৩ এর (খ) মোতা‌বেক অসাধাচারণ হিসেবে গণ্য।

এ কারণে আপনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩(খ) মোতা‌বেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করে কেন উক্ত বিধিমালার অধীনে যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না- তা এ নোটিশ প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।

এমইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।