ঘোষণা ছাড়াই পানির দাম বাড়ালো ওয়াসা


প্রকাশিত: ০৭:৩১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

পূর্ববর্তী কোনো ঘোষণা ছাড়াই গোপনে পানি দাম বাড়াল ওয়াসা। সেই সঙ্গে সুয়ারেজ বিলও একই হারে বাড়িয়েছে সংস্থাটি।  এতে জুলাই মাসের পানির বিল বাবদ অতিরিক্ত ৫ শতাংশ অর্থ গুনতে হচ্ছে গ্রাহকদের।

আবাসিক ব্যবহারের জন্য আগে প্রতি এক হাজার লিটার পানির দাম ছিল ৭ টাকা ৭১ পয়সা। আগস্ট মাস থেকে বাড়িয়ে করা হয়েছে ৮ টাকা ৯ পয়সা। একইভাবে বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম ২৫ টাকা ৬৬ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা ৯৪ পয়সা।

এ বিষয়ে ঢাকা ওয়াসার কর্মকর্তারা জানান, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে এবং উৎপাদন খরচ ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় সেবামূল্যের এ সমন্বয় করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকার গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে,পানির বিল দ্বিগুণ করা হয়েছে মিটারবিহীন আবাসিক সংযোগে। এক্ষেত্রে সংশ্লিষ্ট হোল্ডিংয়ের বার্ষিক ঘরভাড়া দ্বিগুণ ধরে তার ৮ শতাংশ হারে বিল আদায় করছে ওয়াসা। কিন্তু ওয়াসা বলছে, মিটারবিহীন সংযোগের ক্ষেত্রেও পানির দাম ৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান বলেন, পানির সেবামূল্য বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। হিসাব করলে দেখা যাবে দাম কমেছে। মূল্যস্ফীতির চেয়ে দাম বরং ২ টাকা কম নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ওয়াসার পানির জন্য যে বিল নির্ধারিত; একজন নাগরিকের কাছ থেকে তার সমপরিমাণ বিল আদায় করা হয় সুয়ারেজ লাইন ব্যবস্থাপনা বাবদ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।