যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঁচ চীনা জাহাজ
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের বেরিং সাগরে চীনের পাঁচটি যুদ্ধজাহাজ অবস্থান নিয়েছে। তবে জাহাজগুলো আন্তর্জাতিক সমুদ্রসীমায় থাকায় ওগুলোকে হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, বেরিং সাগরে পিপলস লিবারেশন আর্মি নেভির জাহাজের উপস্থিতির বিষয়ে আমরা অবগত। আন্তর্জাতিক সমুদ্রসীমায় যে কোনও রাষ্ট্রের নৌবাহিনীর পরিভ্রমণের অধিকারকেও আমরা সম্মান করি। তবে জাহাজগুলোর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে আলেতিয়ান দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে চীনা জাহাজগুলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওগুলোর মধ্যে তিনটি যুদ্ধজাহাজ, একটি রসদ সরবরাহকারী ও অপরটি স্থল ও নৌযুদ্ধে ব্যবহারযোগ্য জাহাজ।
এআরএস/এমএস