যশোরে ওসিসহ ৩ পুলিশ ক্লোজ


প্রকাশিত: ০৭:২৪ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৫

ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক পুলিশ সদস্য থানা থেকে পালিয়ে যাওয়ায় যশোরের বাঘারপাড়া থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন, বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমান।

প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার বিষয়টি নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে বুধবার বিকেলে উপজেলার ধলগ্রাম রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে আটক করা হয় পুলিশ কনস্টেবল মিজানুর রহমানকে। বৃহস্পতিবার ভোরে তিনি থানা থেকে পালিয়ে যান।  

যশোরের বাঘারপাড়ার ভিটাবল্যা ফাঁড়ির ইনচার্জ তরুন কুমার জাগো নিউজকে জানান, বুধবার উপজেলার ধলগ্রাম রাস্তার মোড়ে ডিবি পুলিশ পরিচয়ে ৫/৭জনের একটি দল প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-১৩-৯৫৪০) গতিরোধ করে ছিনতাই করেছিলো। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমান নামে একজনকে আটক করেন। বাকিরা পালিয়ে যান। আটক মিজানুর নড়াইলের নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার শেখের ছেলে ও যশোরের ঝিকরগাছা থানার কনস্টেবল।

ওই প্রাইভেট কারের মালিক তৌহিদুর রহমান জাগো নিউজকে জানান, বুধবার লোহাগড়া থেকে ফেরার পথে তুলারামপুর থেকে ছয় জন মোটরসাইকেলে করে তাদের পিছু নেন। পরে ধলগা রাস্তা সংলগ্ন বসুন্দিয়া সড়কের একতা ইট ভাটার সামনে পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা গাড়ির গতিরোধ করেন। এরপর তাদের হাতে হাতকড়া পরিয়ে ইট ভাটার ভিতরে নিয়ে যান। সেখানে নিয়ে তাদের বেধড়ক মারপিট ও রিভলবার উঁচিয়ে গুলির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৪ হাজার ৮শ টাকা ও দুটি মোবাইল ছিনতাই করা হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করেছে। এ ব্যাপারে তৌহিদুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন।

এদিকে, আটক কনস্টেবল মিজানুরকে বাঘারপাড়া থানায় নিয়ে যাওয়া হলেও বৃহস্পতিবার ভোরে তিনি থানা থেকে পালিয়ে যান। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাঘারপাড়া থানায় তদন্তে যান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক ও সহকারী পুলিশ সুপার শেখ বেলাল  হোসেন। প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে থানার ওসি কাইয়ুম আলী সরদার, এএসআই নাসির ও কনস্টেবল ওলিয়ার রহমানকে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক জাগো নিউজকে জানান, থানা থেকে আসামি পালিয়ে যাওয়ায় বাঘারপাড়া থানার ওই তিন পুলিশ সদস্যকে লাইনে ক্লোজ করা হয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।