ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা রাষ্ট্রদূতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ মে ২০১৯

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। তিনি বলেছেন, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশিরা নেতৃত্ব দিচ্ছে। ইতালির সেন্ট্রাল ব্যাংকের গতবছরের তথ্য অনুযায়ী, ইতালি থেকে বাংলাদেশে সাত মিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠানো হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

এ সময় তারা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা ও কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, টেকসই উন্নয়ন, তৈরি পোশাক শিল্প এবং ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় স্পিকার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতালির দ্বি-পাক্ষিক সুসম্পর্ক দীর্ঘদিনের। আন্তঃসংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং উভয় সংসদের সদস্য ও স্থায়ী কমিটির সফর বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দুটি অধিবেশন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের ভোটে নির্বাচিত সব সংসদ সদস্যই বর্তমানে জনগণের পক্ষে সংসদে প্রতিনিধিত্ব করছেন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এবং একজন বাদে বিএনপির সব এমপি সংসদে যোগ দিয়েছেন। সরকারের পাশাপাশি বিরোধী দলের উপস্থিতি সংসদীয় কার্যক্রমকে অর্থবহ করে তোলে। প্রথম অধিবেশনই ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখছে।’

আন্তঃসংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত বলেন, ‘দু’দেশের সংসদের সম্পর্কের মাঝে সংসদীয় মৈত্রী গ্রুপ নতুন মাত্রা যোগ করবে।’ এনরিকো নানজিয়াটা আরও বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের ভূমিকা ইতিবাচক। বিশেষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। এ সফলতা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

ভবিষ্যতে তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের উন্নয়নের যেকোনো প্রশ্নে বাংলাদেশের পাশে ইতালি থাকবে এবং সব সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এইচএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।