মাংসের দাম বেশি নিয়ে ফাঁসল তিন ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৭ মে ২০১৯

চট্টগ্রামে রমজানে গরুর মাংসের কেজিপ্রতি নির্ধারিত দাম ৫৩০ টাকা। কিন্তু ক্রেতাদের কাছ থেকে কেজিপ্রতি ৭০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় মাংস বিক্রি করছিলেন তিন বিক্রেতা। এ অপরাধে তাদের ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে নগরের অক্সিজেন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাদশা (৩৪), মো. আজগর আলী (৪০) এবং আব্দুশ শুক্কুর (৩৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন এলাকার জাহাঙ্গীর মার্কেট, চৌধুরী কমপ্লেক্স এবং সিরাজ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গরুর মাংস কেজিপ্রতি ৭০ টাকা বাড়িয়ে ৬০০ টাকায় নেয়ায় তিন মাংস বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সবজির মূল্য তালিকা না টাঙিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে সবজি বিক্রির দায়ে চার সবজি বিক্রেতাকেও ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তারা হলেন- আব্দুল হক (৩৯), মো. ইসমাইল (২৪), মো. মানিক (৩০) এবং মো. কাঞ্চন (৫৬)।

আবু আজাদ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।