বাদামতলীতে মেয়াদোত্তীর্ণ ও লেভেলহীন খেজুরের গোডাউনে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৭ মে ২০১৯

রাজধানীর বাদামতলীর শাহাজাদা মিয়া লেনে মেয়াদোত্তীর্ণ ও লেভেলহীন খেজুরের গোডাউনে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিটফোর্স র‌্যাব। দুপুর ১২টায় এ অভিযান শুরু হয়।

র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ অভিযান পরিচালনা করছেন।

সারওয়ার আলম জাগো নিউজকে বলেন, রমজানের আগেও আমরা পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির বিরুদ্ধে বাদামতলীতে অভিযান চালিয়েছি। সেই ধারাবাহিকতায় রমজানেও অভিযান পরিচালনা করছি।

এআর/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।