সরকার মৌলবাদকে প্রশয় দিচ্ছে : সীমা দত্ত


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০১৪

সরকার গণতন্ত্রের নামে মৌলবাদকে প্রশয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। শনিবার ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪’ এ বিয়ের বয়স কমানোর সুপারিশ বাতিল ও ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও এক সমাবেশে এ অভিযোগ করেন। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা নগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সীমা দত্ত বলেন, ১৯২৯ সালে ব্রিটিশ সরকার একই আইনে (বাল্যবিবাহ নিরোধ আইন) মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছিল। বর্তমান সময়ে অনেকেই সর্বনিম্ন বয়স ২৫ করার কথা বলছেন। কিন্তু সরকার করেছে ১৬ বছর।

সীমা দত্ত বলেন, সরকারের এ সিদ্ধান্ত আধুনিক যুগে মানুষকে অন্ধকার ও কুসংস্কারে ফিরিয়ে নেওয়ার সামিল। এতে প্রমাণ হয় যে সরকার গণতন্ত্রের নামে আসলে মৌলবাদকে প্রশয় দিচ্ছে। দেশে এখনও নারীর জীবনযাত্রা নিরাপদ নয়। নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকেই দায়িত্ব নিতে হবে।

সংগঠনটির ঢাকা নগর কমিটির সভাপতি অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবির সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদক তসলীমা নাজনিন সুরভী ও দফতর সম্পাদক ইভা মজুমদার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।