দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি বলেন, সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমরা যদি সুশাসন চাই, সঠিক পথে চলতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই।
রোববার (৫ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে ‘ইমপ্রুভ ট্রেড অ্যান্ড বন্ডেড ওয়্যারহাউস পলিসিজ’ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও ইআরএফ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার এবং বিশ্বব্যাংকের বেসরকারিখাত বিশেষজ্ঞ নুসরাত নাহিদ বাবি দুটি কিনোট পেপার উপস্থাপন করেন। এ সময় ইআরএফের সহ-সভাপতি সৈয়দ শাহনেওয়াজ করিম, সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এনবিআরের সকল কর্মকর্তা ধোয়া তুলসি পাতা বলে আমি দাবি করবো না। কিছু মজ্জাগত সমস্যা তো রয়েই গেছে। তারপরও বিভিন্নভাবে তাদেরকে মোটিভেশন করার উদ্যোগ অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, ‘এনবিআরকে একদিকে দেশের শিল্পের স্বাধীনতা এবং ব্যবসার প্রসার, অন্যদিকে রাজস্ব আদায় করতে হয়। এ দুটি কাজ একসঙ্গে করা কঠিন। কারণ, শিল্পের প্রসারের জন্য যদি আমার বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় দেই তাহলে রাজস্ব আয় কমে যাবে। তারপরও আমরা যে শুধু রাজস্ব আয়ের দিকেই খেয়াল রাখি তা নয়। আমরা শিল্পের প্রসারে বিভিন্ন ছাড় ও প্রণোদনা দিয়ে থাকি।’
মোশাররফ হোসেন বলেন, ‘এনবিআর যে শুধু রাজস্ব আদায় করে তা নয়। দেশের অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখে। অর্থ বিভাগ অর্থ বরাদ্দ দিয়ে থাকে, পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্প নির্ধারণ করে আর এসব প্রকল্প বাস্তবায়নে এনবিআরের আদায় করা রাজস্ব থেকে অর্থের জোগান দেয়া হয়।’
ড. জায়েদি সাত্তার তার সেশনে দেশের সার্বিক অর্থনীতির উন্নয়নে রফতানির উপর জোর দিতে বলেন। একই সঙ্গে কিছু নিরুৎসাহিত করে এমন পণ্য ছাড়া সকল পণ্য আমদানির ক্ষেত্রে একই হারে সম্পূরক শুল্ক আরোপের উপর গুরুত্ব দেন তিনি।
এছাড়া নুসরাত নাহিদ বাবি তার সেশনে বন্ডে ওয়্যার হাউসের অপব্যবহার বন্ধে এ পদ্ধতিটিকে অটোমোশন করার উপর গুরুত্বারোপ করেন।
এমইউএইচ/আরএস/পিআর