রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয় : স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ মে ২০১৯

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বে দুর্যোগ মোকাবেলা ও মানবাধিকার রক্ষায় রেডক্রসের কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও এ সংস্থা দুর্যোগ মোকাবেলায় গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার (৫ মে) স্পিকারের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের প্রতিনিধি দলের প্রধান মি. ইখতিয়ার আসলানভ সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। স্পিকারের সংসদ কার্যালয়ে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রেডক্রসের কার্যক্রম ও মানবাধিকারের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ইখতিয়ার আসলানভ বলেন, রেডক্রস ১৯৭১ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে। দুর্যোগকালে এ সংস্থা অতীতের মতো ভবিষ্যতেও মানুষের সেবায় কাজ করে যাবে।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।