গড়াই নদীতে চালবাহী নৌকাডুবি : নিখোঁজ ৪


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গড়াই নদীতে চালবোঝাই ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে চারজন নিখোঁজ হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলার সীমান্তবর্তী লাঙ্গলবাধ বাজারের কাছে মাঝ নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

ডুবুরিরা অবিরাম চেষ্টা চালিয়েও চালবাহী নৌকা ও সঙ্গে থাকা ব্যবসায়ীদের কোনো সন্ধান এখন পর্যন্ত পায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয়রা জানায়, লাঙ্গলবাধ বাজার থেকে ১৫২ বস্তা চাল নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা পাংশা থানার বি-কয়ার উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি লাঙ্গলবাঁধ বাজারের গরু হাটের কাছাকাছি পৌঁছলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা চার চাল ব্যবসায়ী নিখোাঁজ হন।

এ খবরে নদীর দুই ধারে শত শত লোকজন ভিড় জমিয়েছেন। ডুবুরিরা অবিরাম চেষ্টা চালিয়েও চালবাহী নৌকা ও সঙ্গে থাকা ব্যবসায়ীদের কোনো সন্ধান এখন পর্যন্ত পায়নি।

এ ঘটনায় লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি মকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থল পুলিশ ক্যাম্পের কাছে হলেও শৈলকুপা থানার আওতাধীন নয় বলে দাবি করেন তিনি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।