চাকরি স্থায়ীকরণের দাবিতে বার্ন ইউনিটে কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৫ মে ২০১৯

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটের স্পেশাল ওয়ার্ড বয়রা (অস্থায়ী কর্মচারী) হাসপাতালের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা কর্মবিরতিতে ছিলেন। তবে তাদের দাবি, কয়েকজন সদস্য সীমিত আকারে রোগীদের সেবা দিয়েছেন।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বার্ন ইউনিটের চতুর্থ তলায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেনের রুমের পাশে এ কর্মসূচি পালন করেন।

জীবন নামে আন্দোলনকারীদের একজন জাগো নিউজকে বলেন, ‘চাকরির বয়স, শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরা আগেই দুইদিনের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। আজ এ কর্মসূচির প্রথম দিন ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা অস্থায়ী ৬৮ জন কর্মচারী ঢামেক বার্নে কর্মরত আছি। এর মধ্যে অধিকাংশই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি, বাকিরা রোগীদের সেবা দিচ্ছেন। আমরা চাই আমাদের দাবি যাতে দ্রুত মেনে নেয়া হয়।’

এআর/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।