ডাকটিকিট সংগ্রাহকদের নতুন সংগঠন ‘ফিলাটেলিক সোসাইটি’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৪ এএম, ০৫ মে ২০১৯

‘ফিলাটেলিক সোসাইটি অব বাংলাদেশ’ নামে ডাকটিকিট সংগ্রাহকদের একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

বাংলাদেশের ডাকটিকিট সংক্রান্ত বিষয়ের প্রচার ও প্রসারের লক্ষ্যে বুধবার (১ মে) সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সংগঠনটির নিয়মিত কার্যক্রমসমূহের মধ্যে থাকবে ডাকটিকিট প্রদর্শনী, কর্মশালা আয়োজন ও বিভিন্ন প্রচারণামূলক আয়োজন।

এই সংগঠন পরিচালনার জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে মুহাম্মদ আকবর হুসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে হাসান খুরশিদ রুমি দায়িত্ব পালন করবেন। আর কোষাধাক্ষ হিসেবে থাকছেন অরূপ কুমার সাহা।

কমিটির সদস্যরা হলেন- সানাউল হক চৌধুরি, শেখ শফিকুল ইসলাম, এ জেড এম আখলাকুর রহমান, মাসুদ আহমেদ, মাসুম মাহমুদ, সারাহ খুরশিদ, মাইশা ফারহাত হোসেন ও নাফিসা আঞ্জুম আজমি শেখ।

এফএইচ/এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।