র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা অপরিবর্তিত ব্রাজিল


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে মেসি- ডি মারিয়ার আর্জেন্টিনা। আর নেইমারের ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে। বৃহস্পতিবার ফিফা ঘোষিত নতুন র‌্যাংকিংয়ে এ তথ্য জানানো হয়।

শীর্ষ দশে হেরফের হয়েছে শুধুমাত্র কোপা চ্যাম্পিয়ন চিলি এবং ইংল্যান্ডের। এছাড়া শীর্ষ দশে থাকা বাকি দলগুলোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। কোপা আমেরিকা আর গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা ১৪৪২ রেটিং নিয়ে শীর্ষেই রয়েছে। মেসি বাহিনীর আগের রেটিং ছিল ১৪২৫।

ফিফার সর্বশেষ  র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল-সবুজরা মাঠে নামার আগে ১৭০তম অবস্থানের পরিচিত পাচ্ছে। তিনধাপ পিছিয়ে বাংলাদেশের অর্জিত রেটিং ৯৫। এর আগে প্রকাশিত তালিকায় মামুনুল ইসলামের দলটির অর্জন ছিল ১০২ রেটিং।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।