ছবিটি বিপন্ন মানবতার মুখ থুবড়ে পড়ার প্রতীক


প্রকাশিত: ১১:৩৮ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

শিশুটির বয়স তিন বছর। নাম আয়লান কুর্দি। সিরিয়ার নাগরিক। উজ্জ্বল লাল রংয়ের একটি টি-শার্ট ও নীল রংয়ের হাফ প্যান্ট পরে সাগরের তীরে শুয়ে আছে বুকে ভর দিয়ে উপর হয়ে। তুরস্কের এক পুলিশ কর্মকর্তা শিশুটিকে উদ্ধার করছেন। এ রকমই একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। দেখলেই মনে হবে শিশুটি ঘুমাচ্ছে। হ্যাঁ পাঠক শিশুটি ঘুমাচ্ছে! তবে এই ঘুম কখনো ভাঙ্গবে না শিশুটির।   

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল দেশটির ১২ নাগরিক। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আশ্রয়ের আশায় যেতে চেয়েছিল গ্রিসে। কিন্তু আপাতত গন্তব্যে পৌঁছাতে পারেনি তারা। ওই শিশুটিসহ ১২ সিরিয়ান শরণার্থী চলে গেছেন না ফেরার দেশে। এদের মধ্যে তিন বছরের আইলানের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই বলছেন, ছবিটি আইলানের নয়, এটি বিপন্ন মানবতার মুখ থুবড়ে পড়ার প্রতীক।

Baby

তুরস্কের বোদরাম সমুদ্র সৈকতে ভেসে আসা ছবিটি তোলা হয়েছে বুধবার। এরপর থেকে এটি ভাইরাল হয়েছে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই হ্যাঁশট্যাগ ব্যবহার করছেন। লিখেছেন, মানবতা ধুয়ে গেছে সমুদ্রে।

তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাগরে ভেসে আসা শিশুটির নাম আইলান কুর্দি। নির্মম এ ঘটনায় তার আরেক  ভাইয়ের (পাঁচ বছর) মৃতদেহ ভেসে উঠেছে সাগরের অন্য পাড়ে। চলতি বছরের শুরুর দিকে সিরিয়ায় চরমপন্থী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের  (আইএস) লড়াই তীব্র আকার ধারণ করে। ইতোমধ্যেই দেশটির লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। প্রাণ হারিয়েছে হাজার হাজার সিরিয়ান নাগরিক।

Baby-1

এর আগে শত শত শরণার্থীকে অস্ট্রিয়া ও জার্মানিতে প্রবেশে বাধা দিতে মঙ্গলবার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের প্রধান রেলস্টেশনটি বন্ধ করে দেয়া হয়। হাঙ্গেরির কর্মকর্তারা জানান, অন্য দেশে প্রবেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়মের প্রয়োগ করছেন তারা। এসব শরণার্থীদের অধিকাংশই যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং ইরাক থেকে পালিয়ে আসে।

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো শরণার্থীকে জায়গা দিবে না তার দেশ।

ভূমধ্যসাগরে শরণার্থীদের প্রাণহানির জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতাদের কঠোর মনোভাবকে অনেকেই দায়ী করছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।