উন্নত রাষ্ট্রে রূপান্তর এখন সময়ের ব্যাপার : পলক


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

সংখ্যাগরিষ্ঠ যুব সম্প্রদায়কে আইটি সেক্টরে দক্ষ করে তোলার মাধ্যমে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ লাভিঞ্জি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

পলক বলেন, সরকার ২০২১ সালের মধ্যে হাই-টেক সেক্টরে ৫৩৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করে ১০ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে কাজ করছে।  

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম।

আরএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।