১৪ লাখ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৯ এএম, ০২ মে ২০১৯

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির ১৪ লাখ ৫১০ টাকা ও ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের কাছ থেকে ২০টি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন- জহিরুল ইসলাম (৩৩) ও তার স্ত্রী রিপা আক্তার (২২)। বুধবার মোহাম্মদপুর থানাধীন হাজী চিনু মিয়ার রোডের একটি ৬ তলা ভবনের নিচতলার বাসা থেকে তাদেরকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (ঢাকা মেট্রো) খুরশিদ আলম জানান, আটক জহিরুল ছয় বছর ধরে মাদকসেবী। সেবনের পাশাপাশি তিনি মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন। গত পাঁচ বছর ধরে সে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত। স্বামী জহিরুলের হাত ধরে স্ত্রী রিপাও একসময় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসা জহিরুল এর আগে কখনো আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হননি। দীর্ঘদিন ধরে ধরাছোঁয়ার বাইরে থাকা এই দম্পতিকে প্রথমবারের মতো আটক করতে সক্ষম হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান খুরশিদ আলম।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।