‘আসল’ পুলিশের হাতে ধরা ‘নকল’ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০১ মে ২০১৯

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আন্দরকিল্লা মোড় থেকে এক ভুয়া পুলিশকে আটক করেছে আসল পুলিশের সদস্যরা।

আজ বুধবার দুপুরে মো. আইয়ুব (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। আইয়ুবের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানা এলাকায় বলে জানা গেছে।

আটক আইয়ুব নিজেকে উপ-পুলিশ কমিশনারের (বন্দর) বডিগার্ড পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জাগো নিউজকে বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুবিধা আদায় এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে আইয়ুবকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বন্ধু পুলিশ। তিনি শখের বসেই পুলিশের পোশাক কিনে পুলিশ সেজেছিলেন।’

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।