‘ব্রিং হোপ ফাউন্ডেশন’র বাংলাদেশ কো-অর্ডিনেটর হলেন কেরামত উল্লাহ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০১ মে ২০১৯

সুইডেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ব্রিং হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কো-অর্ডিনেটর নির্বাচিত হয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। তিনি বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর ও বিশেষ প্রতিনিধি।

ব্রিং হোপ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর মারিওয়ান বেকার ১ মে থেকে সংস্থাটির বাংলাদেশ প্রধান হিসেবে তাকে নিয়োগ দেন।

ব্রিং হোপ ফাউন্ডেশন বিশ্বের ১২৫টি দেশে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। এর আওতায় আছেন অভিবাসী, যুদ্ধবিধস্ত, দুর্যোগ-কবলিত, বাস্তচ্যুত ১৫ লাখেরও বেশি মানুষ। আন্তর্জাতিক এ সংস্থাটি শিগগিরই বাংলাদেশেও তাদের সহায়তা কার্যক্রম শুরু করবে।

জেপি/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।