‘ঈদের আগে বেতন দিতে না পারলে কারখানা এখনই বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০১ মে ২০১৯
ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক কারখানা মালিকদের উদ্দেশ করে বলেছেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা গ্রহণ করুন। ঈদের আগে বেতন দিতে না পারলে কারখানা এখনই বন্ধ করুন। সবার আগে শ্রমিকের স্বার্থ।

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি উন্নয়নের শপথ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুজিবুল হক বলেন, কল-কারখানা কীভাবে চলবে সেটা আমরা নির্ধারণ করেছি। গার্মেন্টস শ্রমিকদের জন্য সেন্টার ফান্ডের ব্যবস্থা করেছি। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হয়েছে। ৯০ শতাংশ বেতন দিয়ে বাকি ১০ শতাংশ যদি ফান্ডে রেখে জমানো হতো তাহলে কোনো শ্রমিকের অভাব থাকত না।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যে কাজগুলো আমরা শুরু করেছিলাম সেগুলো ধারাবাহিক রাখুন। বিশেষ করে নারী শ্রমিকদের থাকার ব্যবস্থা। নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়ায় থাকার জন্য ডর্মেটরি তৈরির উদ্যোগ নিয়েছি। নারায়ণগঞ্জ যে হাসপাতাল করার কথা সেটার কী অবস্থা জানি না। তবে ওই হাসপাতাল হলে শ্রমিকদের উন্নত চিকিৎসা নিয়েও সমস্যা থাকবে না।

sromikk

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় তিনটি লেবার কোর্ট কেন? এই তিন কোর্ট স্থানান্তর করেন। জামালপুর বা ফরিদপুরের শ্রমিকরা কেন ঢাকায় আসবে মামলা করতে? গৃহকর্মী নিয়োগ নীতিমালা করার দাবিও জানান তিনি।

তিনি বলেন, অনেক সময় ইমোশনালি রাস্তায় নামেন শ্রমিকরা। এটা ঠিক না। গার্মেন্টস ফেডারেশন ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তারা খুব খারাপ ব্যবহার করে। মিস বিহ্যাব যাতে না করে সেটা গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। আইন সবার জন্য। সেদিকে মালিক-শ্রমিক উভয় পক্ষকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব উম্মুল হাসনা, শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়াইনেন প্রমুখ।

জেইউ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।