শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০১ মে ২০১৯

মহান মে দিবসের চেতনায় শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ নামক একটি সংগঠন।

বুধবার গুলিস্থানে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তারা এ আহ্বান জানায়।

সমাবেশে বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমিকশ্রেণির নিজস্ব দিন। এইদিনে শ্রমিকশ্রেণির সংহতি, সংগ্রাম ও শপথের দিন। শ্রমিক শ্রেণির রক্তে রঞ্জিত এই দিনের চেতনা ভুলিয়ে দিতে সাম্রাজ্যবাদ ও তার দালালরা ষড়যন্ত্র-চক্রান্ত করে চলেছে। আজ তাই শ্রমিক শ্রেণিকে নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন করতে হবে। কারণ, প্রচলিত সমাজ ব্যবস্থায় সরকার হচ্ছে মালিক শ্রেণির সংস্থা। তাই আমাদের দেশে ক্ষমতাসীন সকল সরকারই মালিক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করায় ব্যক্তি মালিকানাধীন শিল্পে ৮ ঘণ্টা কর্ম দিবস কার্যকরী নেই বললেই চলে।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি শ্রমিক নেতা হাবীব উল্লার সভাপতিত্বে ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হুসাইন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এএস/এনএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।