মে দিবস‌ে শ্রম মন্ত্রণালয়ের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৯ এএম, ০১ মে ২০১৯

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর দৈনিক বাংলা মোড়ের শ্রম ভবনের সামনে থেকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে র‌্যালিটি শুরু হয়।

may-day

বঙ্গবন্ধু এভিনিউ ও জিরো পয়েন্ট হয়ে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে প্রেস ক্লাবে গিয়ে সমাবেশের মাধ্যমে সকাল সাড়ে ৮টার দিকে শেষ হয় র‌্যালি। এতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

may-day-2

র‌্যালিতে অংশ নেয়া প্রায় সবার গায়ে ছিল সাদা গেঞ্জি। গেঞ্জির সামনে ‘মে দিবস’ লেখার সঙ্গে ছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লোগো। গেঞ্জির পেছনে লেখা এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’। অনেকের মাথায় ছিল সাদা ক্যাপ। র‌্যালিতে গরুর গাড়ি ছাড়াও ছিল হাতি। ঘোড়ার গাড়ির আদলে তৈরি করা দুটি গাড়ি ফুল দিয়ে সাজানো হয়।

may-day

র‌্যালিতে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক মিজানুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ উপস্থিত ছিলেন।

আরএমএম/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।