প্রধানমন্ত্রীকে ছেলের বিয়ের দাওয়াত দিলেন সোহেল তাজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছেলের বিয়ের দাওয়াত দিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমেদের বিয়ে দিচ্ছেন ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের সঙ্গে।

মঙ্গলবার দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে কার্ড তুলে দেন সোহেল তাজ। গণভবন সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার একটি পোস্টও দেন তিনি। সেখানে তিনি লিখেন, ‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ জুলাই- দাওয়াত আর দোয়া নিতে আপার সাথে। ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি।’

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ ছেলে সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সোহেল তাজ । এরপর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

গত ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি তিনি। তবে তার বোন ওই আসন থেকে এমপি হন।

এফএইচএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।