বছিলার জঙ্গি আস্তানায় নিহতরা জেএমবির, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০১৯

রাজধানীর মোহাম্মদপুর বছিলা মেট্রো হাউজিং এলাকার জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে ও অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-২ এর ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ১২৭।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আস্তানায় অভিযানে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা জেএমবির সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে মোহাম্মদপুর বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান শুরু করে র‌্যাব সদস্যরা। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়।

সোমবার বুলেটপ্রুফ জ্যাকেট পরে র‌্যাবের বম্ব ডিসপোজাল দল ভেতরে গিয়ে ছিন্নভিন্ন দেহ দেখতে পান। বিকেল ৪টা দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। অভিযানে নিহত দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেইউ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।