চমেক হাসপাতালের এসিতে আগুন, আতঙ্কে রোগীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০৯ পিএম, ৩০ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা। তবে এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে ১৬ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে ১৬ নম্বর ওয়ার্ডের এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে বড় কিছু ঘটার আগেই হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ফায়ার ডিসটিংগুইসার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রতক্ষদর্শীরা জানান, আগুনে খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।