মেঘনা-গোমতি সেতুতে ইলেকট্রনিক পদ্ধতিতে টোল আদায় চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১০ এএম, ৩০ এপ্রিল ২০১৯

দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ইটিসি বা ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজার দুটি লেইনে ইটিসি চালু হতে যাচ্ছে।

মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত আরএফআইডি ট্যাগ এর সাথে টোলপ্লাজায় স্থাপিত ইটিসি ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা হবে।

এতে টোলপ্লাজায় দীর্ঘসময় যানবাহনকে অপেক্ষা করতে হবে না।

আরএমএম/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।