বাংলাদেশিদের অন্তরে সৌদি আরবের ‘বিশেষ স্থান’ রয়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৭ এএম, ৩০ এপ্রিল ২০১৯

বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন এইচ এম আল-মুতাইরি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে সফলভাবে তার চার বছরের দায়িত্বের মেয়াদ পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে তার নিজের দেশ বলে মনে করতে পারেন।

দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশিদের অন্তরে সৌদি আরবের জন্য ‘বিশেষ স্থান’ রয়েছে।

রাষ্ট্রদূতের মেয়াদকালে চারবার সৌদি আরব সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এসব সফর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি আরবের বাদশা ও খাদেমুল হারমাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে তার শুভেচ্ছা জানান।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আল মুতাইরি বলেন, বর্তমান সরকারের আমলে এ সম্পর্কে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং তা ভবিষ্যতে অব্যাহতভাবে আরো জোরদার হবে।

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তিনি জর্জিয়ায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন ও সৌদি আরবে বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহ এ সময় উপস্থিত ছিলেন।

এফএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।