কমনওয়েলথ গেমস দুর্নীতিতে পাঁচ ভারতীয় কারাগারে


প্রকাশিত: ০৮:০৩ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

২০১০ কমনওয়েলথ গেমসে দুর্নীতি মামলায় ভারতের ৫ জনকে কারাগারে পাঠিয়েছে নয়াদিল্লীর একটি কোর্ট। এদের মধ্যে দিল্লী পৌর কর্পোরেশনের চার কর্মকর্তাও আছেন বলে জানা যায়। গেমস চলাকালে শহরের সৌন্দর্য বাড়াতে বরাদ্দকৃত অর্থ দুর্নীতির অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তবে এ অর্থ কেলেঙ্কারির মূল হোতা হিসেবে, ভারতের একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর টি. পি. সিং’য়ের নাম উঠে এসেছে। এজন্য ৬ বছরের সাজা ভোগ করতে হবে তাকে। এছাড়া বাকিদের ৪ বছরের জেল ও জরিমানা করা হয়েছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।