মানিকছড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, সড়ক অবরোধ
খাগড়াছড়ির মানিকছড়িতে মো. আবদুল মতিন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার গঞ্জু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মানিকছড়ির আমতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশ বাঙালি। পরে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
এ ঘটনায় রিপ্রুচাই মারমা (৫৫) ও উষামং মারমা (৬০) নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে যোগ্য মারমা নামে এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে আবদুল মতিনের মরদেহ দেখতে পান। মতিনের পুরো শরীরে জখমের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
মৃত আবদুল মতিনের বাড়ির আশপাশে অন্তত ৫০টি পাহাড়ি পরিবারের বসবাস থাকলেও সেখানে কোনো বাঙালি পরিবার নেই বলে জানান মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম।
স্থানীয় গ্রাম পুলিশ প্রধান মহারাজ শেখ জানান, ঘটনার পর আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
মৃত মো. আব্দুল মতিনের বড় ছেলে মো. হানিফ জাগো নিউজকে জানান, তার বাবার একটি পাহাড় রয়েছে যা বিক্রি করার জন্য স্থানীয় কয়েকজন পাহাড়ি দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।
এসএস/আরআইপি