প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি দক্ষ জনবল জরুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

পিকেএসএফ’র চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, আমাদের দক্ষ জনবলের অভাব রয়েছে। একটি গ্রাম একটি শহর বাস্তবায়ন করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। এজন্য আমাদের প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি দক্ষ জনবল তৈরি করতে হবে। বর্তমান সরকার ২০০৯ সালে জন উন্নয়ন নীতি গ্রহণ করেছে। ফলে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে। নীতি কাঠামো ঢেলে সাজানো হচ্ছে।

শনিবার সন্ধ্যায় উদ্দীপনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান কার্যালয়ের কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদ্দীপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি খুরশিদ আলম এবং খ্রিস্টান এইডের বাংলাদেশ প্রধান সাকিব নবী, উদ্দীপনের নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খাজা শামসুল হুদা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খলীকুজ্জামান আহমদ ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে বেড়িয়ে আসার তাগিদ দিয়ে বলেন, ক্ষুদ্র ঋণ নিয়ে বেশি দূর আগানো যায় না। সেখান থেকে বের হয়ে আসতে হবে। পর্যাপ্ত ঋণ দিতে হবে।

অনুষ্ঠানে এ বছরের স্বাধীনতা পদক প্রাপ্তির জন্য ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং বিশিষ্ট উন্নয়ন কর্মী এ্যারোমা দত্ত জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় উভয়কেই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্দীপন সাধারণ এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দসহ প্রতিষ্ঠাকালীন কর্মী, দেশী বিদেশী নানা দাতা সংস্থা, বাণিজ্যিক ব্যাংক, সরকারের বিভিন্ন সেবা দানকারী প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্দীপন ১৯৮৪ সালে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের ৪০ জেলার ২২৩টি উপজেলায় ৩২১টি শাখা কার্যালয়ের মাধ্যমে প্রায় ২৫ লাখ সুবিধাভোগীকে নানা রকম উন্নয়ন সেবা দিয়ে যাচ্ছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।