মাহফুজউল্লাহর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাহফুজউল্লাহ যখন তৎকালীন সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন, তখন থেকেই পরিচয়। তার বড় ভাই অধ্যাপক মাহবুবউল্লাহ বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমার সিনিয়র ছিলেন।’ মতের ভিন্নতা থাকলেও মাহফুজউল্লাহর ব্যবহার ছিল উত্তম।
উল্লেখ্য, শনিবার (২৭ এপ্রিল) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় ১১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিট) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাহফুজউল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগের সময় স্ত্রী দিনারজাদী বেগম, ছোট মেয়ে ডা. নুসরাত হুমায়রা, জামাতা মিনহাজুল হক হাসপাতালে ছিলেন।
জেপি/এএইচ/এমএস