নেপা‌লে বিপিজেএ প্রতিনিধি দলকে সম্মাননা স্মারক প্রদান

বিপ্লব দীক্ষিত বিপ্লব দীক্ষিত , স্টাফ ফটোগ্রাফার নেপাল থেকে
প্রকাশিত: ০১:১৯ এএম, ২৭ এপ্রিল ২০১৯

নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল অন্নপূর্ণায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) প্রতিনিধি দলকে সম্মাননা স্মারক তুলে দেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ঈশ্বর পোখরেল।

অনুষ্ঠানের আয়োজক ন্যাশনাল ফোরাম অব নেপাল ফটোজার্নালিস্ট।

বিজ্ঞাপন

স্মারক প্রদান শেষে প্রধান অতিথির সঙ্গে ফটো সেশনে অংশ নেন কাজী রওনাক হোসেন, গোলাম মোস্তফা, কাজল হাজরা, মিজানুর রহমান খান, সাহাদাত পারভেজ, মঈন আহমেদ, মাসুদ পারভেজ মিলন, বিভাষ দিক্ষীত বিপ্লব, আবদুল আলীম ভূঁইয়া শাহীন ও এনামুল হক সিদ্দিকী।

স্মারক প্রদান পর্ব শেষে বাংলাদেশের আলোকচিত্রীদের তোলা ছবির প্রদর্শনী ঘুরে দেখেন উপ-প্রধানমন্ত্রী ও অতিথিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমইউ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।