পুরান ঢাকায় প্রধানমন্ত্রীর ৫ নাতিপুতি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

পুরান ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ নাতিপুতি রয়েছে। নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারানো যে দুই তরুণীকে পরম মমতায় নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছিলেন, বিয়ে দিয়েছিলেন সেই মেয়েদের ঘরে এখন পাঁচ ছেলেমেয়ে।

নাতিপুতিরা বড়ও হয়েছে। বিভিন্ন উৎসবে প্রধানমন্ত্রী তাদের জন্য উপহার পাঠান, বাড়িতে ডেকে আপ্যায়ন করেন। সর্বশেষ নববর্ষের প্রথম দিনেও নানির পাঠানো জামাকাপড় পরে মেয়ে ও নাতি-নাতনিরা দেখা করতে এসেছিল।

শুক্রবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রুনাই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের এক প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন ধর্মাবলম্বীরা সবচেয়ে ভালো থাকেন। তার সরকার সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতি রক্ষার চেষ্টা করেন।

বিবিসিতে প্রচারিত একটি সংবাদের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিবিসির প্রতিবেদনে বলা হয়- এ দেশে খ্রিষ্টানরা ভালো নেই। এ কথা মোটেই সত্য নয়।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।